মেসেজে পূর্ব আফ্রিকার মোগাদিশুর হোটেলের মতো হামলা এড়ানোর পরামর্শ পেল মুম্বাই পুলিশ

সুনীতা শর্মা, মুম্বাইঃ মুম্বাই এর হোটেলে ঠিক সোমালিয়ার ধাচে হামলা চালানো হতে পারে, এরকম এক বার্তা পেয়ে নড়েচড়ে বসেছে বাণিজ্য নগরীর পুলিশ ও গোয়েন্দা বিভাগ। মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে একটি আন্তর্জাতিক নম্বর থেকে এই বার্তাটি পাওয়া গেছে এবং মুম্বাই সাইবার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই হুমকিকে তারা নিছক বার্তা হিসাবে নিচ্ছে না। কারণ, ৩১ আগস্ট থেকে শুরু হতে চলেছে রাজ্যের সবচেয়ে বড় উৎসব – গণপতি উৎসব। তাই, এই হুমকিকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে রাজ্যের প্রশাসন। জানা গেছে, এক সপ্তাহে মোট ৪ বার এই ধরণের হুমকি বার্তা পেল মুম্বাই পুলিশ। এই বার্তা গুলি এসেছিল ১৮ আগস্ট, ২০ আগস্ট ও ২৩ আগস্ট। এরপর এই বার্তা যেখানে বলা হয়েছে গত ১৯ আগস্ট ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব পূর্ব আফ্রিকার রাজধানী মোগাদিশুর হোটেলে যে ধরণের হামলা চালিয়েছিল, ঠিক সেই ধরনের হামলা চালানো হবে মুম্বাইএ। উল্লেখ্য, মোগাদিশুর হোটেল হায়াত হামলায় কমপক্ষে ২১ জন নিহত ও প্রায় ১২০ জন আহত হয়। ১৮ ই আগস্ট হুমকির পরে রায়গড়ে ৩ টি একে -৫৬ এবং গোলাবারুদ সহ একটি ইয়ট ভেসে এসেছিল। তারপরে ২০ শে আগস্ট মুম্বাইয়ে "২৬/১১-স্টাইলে" হামলার বিষয়ে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয়েছিল। কাজেই, মুম্বাই পুলিশ আসন্ন গণপতি উৎসবের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি এই বার্তার উৎস খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad