বিহারের নকশাল অধ্যুষিত ঔরঙ্গাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বেআইনি অস্ত্র উদ্ধার

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বিহারের নকশাল অধ্যুষিত ঔরঙ্গাবাদ জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে শুক্রবার বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। জানা গেছে, নকশালদের মনোবল ভাঙ্গার জন্য এই এলাকায় ধারাবাহিকভাবে নকশাল কার্যকলাপ দমনে অভিযান চলছে। পুলিশ সুপার কান্তেশ কুমার মিশ্র জানান, এক গোপন সূত্রে খবর পেয়ে মদনপুর থানার অন্তর্গত অজনওয়া পাহাড়, কাসমার স্থান, বানার্তা, নিমিয়া বাথান এবং সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। নকশালপন্থীরা হামলার ছক করছিল বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মুকেশ কুমার এবং ডেপুটি কমান্ড্যান্ট, ২০৫ কোবরা ভাহিনী সঞ্জয় বেলওয়ালের যৌথ নেতৃত্বে, ঔরঙ্গাবাদ জেলায়২০৫ টি কোবরা কর্পস এবং স্থানীয় পুলিশ প্রশাসনের একটি যৌথ দল শুক্রবার মদনপুর থানার অন্তর্গত আজনাওয়া পাহাড়, কাসমার স্থান বানা এবং নিমিয়া বায়ানের বনাঞ্চলে নকশালদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান চালায়। অতি-শক্তিশালী বেত আইইডি ১ কেজি, কোডেক্স মিটার এবং অন্যান্য বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ৩০৩ রাইফেল, ৩১৫ রাইফেল ও ম্যাগাজিন এবং ৩১৫ বোরের তাজা গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। কান্তেশ কুমার মিশ্র জানান, এ ব্যাপারে মদনপুর থানায় মোট ৩৩ জনের নাম উল্লেখ ও ১০ জন অজ্ঞাতপরিচয় অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad