আলিগড়ের একটি কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক: ৫০ জন মহিলা ভর্তি হাসপাতালে
6:22:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ আলিগড়ের একটি কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনার পর শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে প্রায় ৫০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রোরাভার থানা এলাকার একটি মাংস কারখানায়। আলিগড়ের জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) জানিয়েছেন,বর্তমানে তাদের সবার অবস্থা স্থিতিশীল। তিনি বলেন, "রোরাওয়ার এলাকার একটি মাংস কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার তথ্য পাওয়া গেছে, যেখানে বেশিরভাগ মহিলাই প্যাকেজিংয়ের কাজে নিয়োজিত। প্রায় ৫০ জন মহিলা শ্বাস-প্রশ্বাসের সমস্যার অভিযোগ করার পরে তাদের মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে প্রত্যেকেরই অবস্থা স্থিতিশীল।"
এদিকে, বুধবার ওডিশার বালাসোর জেলায় একটি চিংড়ি প্রক্রিয়াকরণ কেন্দ্র থেকে লিক হওয়া অ্যামোনিয়া গ্যাস শ্বাস-প্রশ্বাসের পর ২৮ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল হাইল্যান্ড অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড নামে ওই চিংড়ি কারখানায় গিয়ে ২৮ জন শ্রমিককে উদ্ধার করে খান্তাপাড়া হাসপাতালে পাঠায়।