Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

মালদহে পথচারী মহিলাকে বাঁচাতে গিয়ে ট্রাক চাপা দিল ৩ মহিলা ও ২ শিশুকে, মৃত ৩

রায়া গুপ্তা, উত্তরবঙ্গ ডেস্কঃ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন গাছের নীচে বসে থাকা এক শিশু সহ ২ মহিলা। পাথর-বোঝাই একটি ট্রাক উলটে গেলে রাস্তার পাশে গাছের নীচে বসে থাকা ৩ মহিলা ও ২ জন শিশু চাপা পড়ে যায়। জানা গেছে, আহত মহিলা ও এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। 

পুলিশ সূত্রে জানা গেছে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আজ সকালে মালদহের হরিশচন্দ্রপুর থানার দৌলতনগর  গ্রাম পঞ্চায়েতের বটতলি গ্রামের ভালুকা দিল্লী দেওয়ানগঞ্জ রাজ্য সড়কে। বিহারের কাটিহার যাবার পথে ওই ট্রাকটি এক মহিলাকে বাঁচাতে গিয়ে ব্রেক ফেল করে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বাধ থেকে গড়িয়ে পড়ে। সেই সময় রাস্তার ধারে এক গাছের নিচে বসেছিলেন তিন মহিলা লুসি মন্ডল(৫) লক্ষী মন্ডল (২৫) আরতি মন্ডল (৪৫), নির্মলা মন্ডল (৪৫), প্রিয়াংশু মন্ডল(১)। ট্রাকটি এদের উপর গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান লুসি মন্ডল, লক্ষী মন্ডলও আরতি মন্ডল। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। ট্রাকটিকে তোলার চেষ্টা হয়। 

অন্যদিকে, উপস্থিত হন এলাকার বিধায়ক তথা রাজ্যের বস্ত্র প্রতিমন্ত্রী তাজিমুল হোসেন ও জেলা পরিষদের শিশু নারী ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন। স্থানীয়দের অভিযোগ, সংকীর্ণ রাস্তার জন্য প্রায়ই দুর্ঘটনা লেগে থাকে। এ ব্যাপারে তারা প্রশাসনকেবার বার জানিয়েছেন। এদিনের এই ঘটনা সরু রাস্তার জন্যই হয়েছে বলে তাদের দাবি।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad