“শিশির অধিকারী বিজেপিতে যোগ দেননি। তিনি যাবেন প্রিভিলেজ কমিটিতে, নিজেই উত্তর দেবেন”: সুকান্ত

মানস দাস, চুঁচুড়াঃ কাঁথির সাংসদ শিশির অধিকারী বিজেপিতে যোগদান করেছেন। তাই তাঁর সাংসদ পদ খারিজ করা হোক। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে এই আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে আজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মুজুমদার বলেন, “শিশির অধিকারী বিজেপিতে যোগ দেননি। তিনি যাবেন প্রিভিলেজ কমিটিতে, নিজেই উত্তর দেবেন। আর মনে রাখবেন, ডিসেম্বরেই সরকার পড়বে। বহু তৃণমূল নেতা জেলে যাবেন।“

 উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর কাঁথির সাংসদ শিশির অধিকারীরকে তলব করেছে প্রিভিলেজ কমিটি। শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই আর্জির ভিত্তিতে এবার তাঁকে তলব করা হয়েছে। 

 “অর্থনীতির দিক থেকে বিচার করলে এই রাজ্যের সঙ্গে শ্রীলঙ্কার কোন পার্থক্য নেই। এটা অঙ্গরাজ্য বলেই মুখ্যমন্ত্রী পালাতে পারছেন না, নাহলে পালিয়ে যেতেন।“ আজ চুঁচুড়ায় প্রাক-পূজা সম্মিলনীতে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মুজুমদার তৃণমূল সুপ্রীমো তথা মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ করেন। অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে পাশে বসিয়ে তিনি সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই কথা বলেন। 
মমতার পুজো উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন,  "মুখ্যমন্ত্রী  ভার্চুয়ালী পুজো উদ্বোধন করছেন, সশরীরে গাড়ি করে জেলায় যান, বুঝতে পারবেন, রাস্তার কী অবস্থা।" আলাপন বন্দোপাধ্যায়ের পিছনে সরকারের কোটি কোটি টাকা খরচ প্রসঙ্গে বিজেপি সভাপতি বলেন, "পরিবহন কর্মীরা টাকা পাচ্ছেন না, রাজ্য কর্মচারীরা ডিএ পাচ্ছেন না, অথচ এই রাজ্য সরকার আলাপন বন্দোপাধ্যায়ের জন্য টাকা খরচ করছে। আর সেই টাকা আমার-আপনার।"
আজ চুঁচুড়াতে মিঠুন চক্রবর্তী তার পুরানো কায়দায় আবার জানালেন, তার সঙ্গে সরাসরি ২১ জন তৃণমূল বিধায়ক যোগাযোগ রেখে চলেছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad