ওডিশার গ্রামে বিষাক্ত আগুনে পিঁপড়ার আক্রমণঃ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, বিজ্ঞানীদের ডাকা হচ্ছে

ভয়েস ৯, নিউজ ডেস্ক, ওডিসাঃ রাস্তায়, গাছে, দেওয়ালে - যেখানেই তাকানো যাক, শুধু পিঁপড়ে। লাল টকটকে রঙ। মুখে বিষ। হাজার হাজার বিষাক্ত আগুনে পিঁপড়া রীতিমতো তান্ডব চালাচ্ছে। এদের কয়েকজনের কামড়ে একজন মানুষের মৃত্যু হতে পারে। ওড়িশার পুরী জেলার পিপলি ব্লকের ব্রাহ্মণসাহি গ্রামে বিষাক্ত আগুনের পিঁপড়ার আক্রমণে মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে এসেছেন বিজ্ঞানী, কীটপতঙ্গ নিয়ন্ত্রক ও প্রশাসনিক কর্মীদের একটি দল। গ্রামে বসবাসকারী ২৬ টি পরিবারের মধ্যে তিনটি পরিবার তাদের বাড়ি ছেড়ে চলে গেছে। গ্রামের সর্বত্র পিঁপড়েদের ভিড় দেখা যাচ্ছে, বাড়ি থেকে শুরু করে দেওয়াল, গাছ, রাস্তা, খোলা জায়গা্‌ সর্বত্র। গ্রামের প্রতিটি কোনায় গাছ, শিকড়, বালি, কাঠের স্তুপ, বাড়ির মাটির দেওয়াল, ইলেকট্রিক বোর্ড-সহ বিভিন্ন জায়গায় পোকা-মাকড়ের কলোনি তৈরি শুরু হয়েছে। এদিকে, ওডিশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (ওইউএটি), স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রকদের একটি দল গ্রামে এসে পরিস্থিতি খতিয়ে দেখে। পিঁপড়াগুলি বেশিরভাগ জায়গা থেকে নির্মূল করা ও তাদের বিস্তার রোধ করার চেষ্টা চলছে। ওউএটি টিম পরীক্ষার জন্য পিঁপড়ের নমুনা নিয়ে গেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad