মহালয়ার দিন খুলে যাচ্ছে কলকাতার ‘ভ্যাটিক্যান সিটি’র দরজা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মানেই চমক। এ বছর এই পুজো সুবর্ণ জয়ন্তীতে পা রাখছে, ফলে দর্শকদের জন্য রয়েছে জোড়া উপহার। গত বছর বুর্জ খলিফা ছিল দর্শকদের কেন্দ্রবিন্দু। আর এবারে, বাংলার দুর্গাপুজোর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবার ১ সেপ্টেম্বর থেকেই পুজোর বাতাবরণ সৃষ্টি করে দিয়েছেন। তাই শ্রীভূমি স্পোর্টিংয়ের মন্ডপের দরজাও দর্শকদের জন্য খুলে যাচ্ছে মহালয়ার দিন থেকেই। এবারে সুবর্ণ জয়ন্তীতে চমক রোমের ভ্যাটিক্যান সিটি। কলকাতার লেক টাউনকে রোমের ভ্যাটিকান সিটিতে রূপান্তরিত করবে এই ক্লাব। এ বছর দেবী দুর্গাকে ২২ ক্যারেটের সোনায় ঢেকে দেওয়া হবে। শান্তিনিকেতন ও কলকাতার বিখ্যাত শিল্পীরা বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি পেইন্টিং আঁকবেন। মহালয়া থেকেই দর্শকদের জন্য খুলে যাবে শ্রীভূমির কলকাতা ভ্যাটিক্যান সিটি। এ বছর দুর্গাপুজোর লোগো ডিজাইন করেছেন সুব্রত গঙ্গোপাধ্যায়। দেবী দুর্গার মূর্তি তৈরি করবেন প্রদীপ রুদ্র পাল। অনেকেই জানেন, এটি রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো। তাই সব কিছুতেই থাকবে অভিনবত্বের স্পর্শ।
আগের কয়েক বছরের থিম

 ২০১৬ সালে জগন্নাথ মন্দিরের থিম প্যান্ডেল। 
২০১৭ সালে বাহুবলী থিম প্যান্ডেল। 
২০১৯ সালে চন্দ্র গুপ্ত মৌর্য প্রাসাদ থিম প্যালেস।
 ২০২০ সালে কেদারনাথ মন্দিরের থিম প্যান্ডেল। 
২০২১ সালে বুর্জ খলিফা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad