গাড়ির পিছনের সিটে বেল্ট লাগানো বাধ্যতামূলক হবে, বললেন গডকড়ী - নিয়ম না মানলে মোটা অঙ্কের জরিমানা
9:53:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গাড়িত শুধু সামনে বসে থাকা মানুষের জন্য নয়, পিছনে বসে থাকা সব মানুষের জন্য সিট বেল্ট পরা বাধ্যতামূলক হবে। আর এটা না মানলেে জরিমানা করা হবে। দিল্লিতে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ি। গডকড়ী বলেন, তাঁর মন্ত্রক যারা সামনের বা পিছনের আসনে সিট বেল্ট না পরে গাড়িতে ভ্রমণ করবে তাদের জরিমানা করার
পরিকল্পনা করছে। খুব শীঘ্রই তাদের মোটা অঙ্কের জরিমানা করা হবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত আইএএ গ্লোবাল সামিটে উপস্থিত গডকড়ী সাইরাস মিস্ত্রিকে নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেন।
গডকড়ী প্রস্তাবিত নতুন সিট বেল্ট নিয়ম লঙ্ঘনের জন্য যে পরিমাণ অর্থ জরিমানা করা হবে তা প্রকাশ করতে অস্বীকার করেন, তবে গাড়ি তৈরির সময় এয়ারব্যাগ বাধ্যতামূলক করা হবে বলে তিনি জানান। সম্প্রতি পথ দুর্ঘটনায় টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুর ঘটনায় কেন পথ নিরাপত্তা সংক্রান্ত নিয়ম কঠোর করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় সাইরাস সিট বেল্ট পরে ছিলেন না।