ডি এ ইস্যুতে সরকার উদাসীন নয় আর সরকারি কর্মীদের কোন ডি এ বকেয়া নেইঃ হাইকোর্টে রাজ্য সরকার
6:25:00 PM
0
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রাজ্য সরকারের তরফে আজ হাইকোর্টে দাবি করা হল রাজ্য সরকারি কর্মীদের কোনও ডিএ বকেয়া নেই। আদালতে রাজ্যের যুক্তি, ডিএ এবং দুর্গাপুজোর অনুদানের বিষয় দুটি পুরোপুরি আলাদা। ডিএ ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে যে উদাসীনতার অভিযোগ উঠেছে, তাও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেছিল ইউনিটি ফোরাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যকে নোটিশ জারি করেছিল। সেই নোটিশের জবাবে আজ হাই কোর্টে হলফনামা পেশ করল রাজ্য। গত ২০ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু সেটা করেনি রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গত ১৯ অগস্টের মধ্যে বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার কথা না মেনে বরং রাজ্যের পুজো কমিটিগুলোকে অনুদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।