পুলিশ সূত্রে জানা গেছে, লখনৌয়ের এক মহিলা বস্তি জেলার এসএসপির কাছে গিয়ে অভিযোগ করেন যে প্রায় সাত সপ্তাহ আগে তার সঙ্গে ওই ডাক্তারদের েকজনের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিচয় ও বন্ধুত্ব হয়। পরে ৩ ডাক্তার তাকে ধর্ষণ করে। সার্কেল অফিসার (সিও) সিটি, অলোক প্রসাদ জানিয়েছেন যে, বস্তির কৈলি হাসপাতালে নিযুক্ত দুই ডাক্তার এবং তাদের ডাক্তার বন্ধুর বিরুদ্ধে এই মহিলার দেওয়া অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ওই মহিলার ডাক্তারি পরীক্ষার পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে সিআরপিসি ধারা ১৬৪ এর অধীনে তার বক্তব্য রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে।
ওই আধিকারিক বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্তের ফলাফল অনুযায়ী তা করা হবে।
অভিযোগে ওই মহিলা জানান, কৈলি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক সিদ্ধার্থ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে তাঁর সঙ্গে বন্ধুত্ব করেন এবং ১০ আগস্ট তিনি তাঁর সঙ্গে দেখা করতে বস্তিতে যান। নির্যাতিতার অভিযোগ, ওই চিকিৎসক তাঁকে কৈলি হাসপাতালের হস্টেলের একটি ঘরে নিয়ে গিয়ে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেন। এরপর ডাক্তার তখন তার আরও দুই বন্ধুকে ফোন করে ডেকে আনেন এবং তারাও তাকে ধর্ষণ করে বলে ওই মহিলা জানিয়েছেন।