টেলিকমিউনিকেশন বিল ২০২২: ‘অপরিচিত নাম্বার থেকে ফোন এলেও জানা যাবে কলারের নাম ও বিশদ বিবরণ
9:03:00 AM
0
অলোকেশ শ্রীবাস্তব, নতুন দিল্লিঃ টেলিকমিউনিকেশন বিল ২০২২, মোবাইল গ্রাহকদের দিতে চলেছে ‘অপরিচিত কলার’ দের নাম প্রকাশের সুবিধা। এই বিলে এমন কিছু সংস্থান রাখা হয়েছে, যার ফলে, কেউ তার পরিচয় গোপন রেখে আর কাউকে ফোন করে বিরক্ত করতে পারবে না। কাউকে অশ্লীল কথাবার্তা বলে আর রেহাই পাবে না কোন অপরিচিত কলার। কেন্দ্রিয় সরকারের মতে, সরকারের মতে, এই বিলের প্রধান উদ্দেশ্য হল জালিয়াতি কমানো এবং গ্রাহকদের হাতে আরও ক্ষমতা দেওয়া।ীই নতুন বিলে গ্রাহকদের জানার ক্ষমতা থাকবে কে তাকে এসএমএস করছে বা কল করছে। অপরিচিত নাম্বার থেকে কল আসার সঙ্গে সঙ্গে স্ক্রীনে ফুটে উঠবে কলারের নাম। সরাসরি KYC মারফত এই নাম সামনে আসবে।
এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, KYC-র জন্য এবার থেকে নিজের সঠিক পরিচয় দিতে হবে। কেউ এই সংক্রান্ত কোনো অপরাধমূলক কাজ করলে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
এই বিল অনুসারে টাওয়ারের মালিকানা (পাওয়ার অব অ্যাটর্নি) যে কোম্পানী বসিয়েছে, তার হাতেই থাকবে। বর্তমানে, কারো জমি বা বাড়িতে টাওয়ার বসানো হলে পরবর্তীকালে তিনি তা বিক্রি করে দিলেও টাওয়ারটির ওপর অধিকার কায়েম রাখেন। ফলে আইনি ঝামেলায় পড়তে হয়। এরকম হাজার হাজার মামলা এখনও বিচারাধীন রয়েছে। তবে, নতুন বিল অনুযায়ী, টাওয়ারগুলি টেলিকম কোম্পানির মালিকানাধীন থাকবে।