Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

চাঁদার জুলুম নিয়ে অভিযোগ পেলে বন্ধ হতে পারে সরকারি অনুদান, কড়া বার্তা পুলিশের

রায়া গুপ্তা, শিলিগুড়িঃ বিগত বছরেও করোনার কারণে সেভাবে রাজ্য জুড়ে পুজো অনুষ্ঠিত হতে পারেনি। এ বছর করোনার দাপট না থাকায় পুজো উদ্যোক্তা ও সাধারণ মানুষের মুখে হাসি। এর উপর আছে উপরি পাওনা, রাজ্য সরকারের পুজো কমিটি পিছু ৬০ হাজার টাকা অনুদান ও বিদ্যুৎ বিলে ৬০% ছাড়। ফলে, রাজ্যের প্রায় ৪৪ হাজার ক্লাবের পুজো এবার জমে উঠবে বলে মনে করছেন উদ্যোক্তারা। পুজোর আর সপ্তাহ খানেক বাকি, তাই বাড়ি বাড়ি চাঁদার বিল দেওয়ার কাজও শুরু করে দিয়েছে ক্লাব কমিটি। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সেভাবে চাঁদার জুলুমের খবর না এলেও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গা থেকে জুলুমের খবর এসেছে পুলিশের কাছে। তাই পুলিশের পক্ষ থেকে একটা কড়া বার্তা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল আলিপুরদুয়ার থানা এলাকার দুর্গাপুজা কমিটি এবং ক্লাবগুলিকে নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। শেখানে পুলিশের উচ্চপদস্থ কর্তারা সাফ জানিয়ে দিয়েছেন চাঁদার জুলুমের অভিযোগ পেলে বন্ধ করে দেওয়া হবে সরকারী অনুদান, এছাড়া, অভিযোগ পেলে আইন মাফিক ব্যবস্থা থাকবে। জানা গেছে, এবার চাদার জুলুমের বিষয়টি বেশ কড়া ভাবে দেখছে প্রশাসন। আলিপুরদুয়ারের এই সভায় ছিলেন এলাকার পুজো কমিটির লোকজন। এছাড়া পুলিশের পক্ষ থেকে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী প্রমুখ। পুলিশের তরফে এদিন আলিপুরদুয়ার, মাদারিহাট, জয়গা, বীরপারা থানা এলাকার পুজোর গাইডলাইনও বেঁধে দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad