অগ্নিকান্ডে মৃত ৪, লক্ষ্ণৌ এর হোটেল ভেঙ্গে ফেলার নির্দেশ

মৃতদের নাম গুরনুর সিং আনন্দ (২৮), গণেশগঞ্জ (লখনউ)-এর বাসিন্দা সাহিবা কৌর ওরফে জসপ্রীত (২৬), ইন্দিরা নগর (লখনউ)-এর বাসিন্দা শ্রমিক সন্ত (১৮) এবং খুররম নগর (লখনউ)-এর বাসিন্দা আমান গাজি ওরফে বাবি (২২)। যদিও এর আগে জেলা প্রশাসনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, শ্রাবিকা সন্তের (৩০) বয়স এবং আমান গাজি ওরফে ববির বয়স ছিল ৩৫ বছর।
ভয়েস ৯, লক্ষ্ণৌঃ অগ্নিকান্ডের পর রাজধানীর হোটেল লেভানা নিয়ে কড়া পদক্ষেপ নিল যোগী সরকার। আপাতত; হোটেলটি সিল করে দেওয়া হলেও, ফরেন্সিক পরীক্ষা ও আনুষঙ্গিক বিষয়গুলি দেখার পর এই হোটেলটি ভেনে ফেলার নির্দেশ দিয়েছেন লক্ষ্ণৌএর ডিভিশনাল কমিশনার । তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, 'লক্ষ্ণৌ এর লেভানা হোটেল ভেঙে ফেলা হবে। এলডিএ-কে হোটেলের অনুমোদিত মানচিত্রের প্রতিলিপি দেওয়া হয়নি।
উল্লেখ্য, গতকাল ভোররাতে, শহরের কেন্দ্রস্থলে এই হোটেলটিতে আগুন লাগে। আগুন লাগার সময় আবাসিকরা ঘুমাচ্ছিলেন। দমকল কর্মীদের নিরলস প্রচেষ্টায় ১৫ জনকে উদ্ধার করা হয়, মারা যান ৪ জন। এই অগ্নিকান্ডের ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে হোটেলের ২ মালিক ও ম্যানেজারকে। দায়ের করা হয়েছে মামলা। তবে, এই অগ্নিকান্ডে মৃতের সংখ্যা না বাড়ার পিছনে রয়েছে যথেষ্ট সংখ্যক আবাসিক না থাকা। এখানে ৩০ টি ঘর থাকলেও, বুক হয়েছিল ১৮ টি। আবাসিক ছিলেন ৩৫ জন। লক্ষ্ণৌ এর ডিভিশনাল কমিশনার ও লক্ষ্ণৌ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান রোশন জ্যাকব জানিয়েছেন, এই হোটেলটি আপাততঃ সিল করে দেওয়া হবে এবং আইন অনুযায়ী প্রক্রিয়া শেষ করে হোটেলটি ভেঙে ফেলার ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার এস বি শিরোদকর এবং বিভাগীয় কমিশনার রোশন জ্যাকবকে নিযুক্ত করেছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad