পুলিশ স্টেশনে বানরের হামলা, হেড কনস্টেবলের নাক আর কনস্টেবলের পা কামড়ে আহত করলো

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এবার হামলা চালানো হলো মধ্যপ্রদেশের ছাতারপুর এলাকার একটি থানায়। আক্রান্ত হলেন ২ পুলিশ-কর্মী। তবে, এই হামলা চালিয়েছে যারা তারা মানুষ নয়, মানুষের পূর্বপুরুষ। এক দল বানর। সোমবার ভোর ৫টায় হঠাৎ করে বামিথা থানায় ঢুকে পড়া কিছু বানর কর্তব্যরত হেড কনস্টেবল বশির খানের ওপর হামলা চালায়। বানররা তার নাকের ওপর কামড় দেয়। অন্য একটি বানর কনস্টেবল নীলধওয়াজ সিংয়ের পায়ে কামড় দেয়। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, এই বানরগুলো তিন দিনে ১০ জনকে আহত করেছে। স্কুলেও তারা শিশুদের ওপর হামলা চালায়। দু'দিন আগে একটি বাঁদর একটি স্কুলে একটি শিশুকে আক্রমণ করেছিল। তার হাতে কামড় দেওয়া হয়েছিল। মাধ্যমিক স্কুল বামিথার প্রিন্সিপাল বিমল জৈন জানান, স্কুলে পড়া শিশু অরবিন্দর কুশওয়াহার হাতে কামড়ায়, আর বাড়ির বাইরে খেলারত দেবাংশ সিং-কে বাঁদর কামড়ে দেয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad