উত্তর প্রদেশ: লখনউয়ের হজরতগঞ্জের হোটেলে আগুন, মৃত ২
9:21:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ সকালে লখনউয়ের হজরতগঞ্জের একটি হোটেলে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিভিল হাসপাতালে এখনও পর্যন্ত সাত জন ভর্তি, দুই জন মারা গিয়েছেন বলে জানিয়েছেন সিভিল হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ড. আরপি সিং। নিহতদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ রয়েছেন। লখনউয়ের এই হোটেলটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এখান থেকে সিকান্দার বাগ, ছাত্তার মঞ্জিল প্রাসাদ এবং নবাব ওয়াজেদ আলী শাহ প্রাণিবিদ্যা উদ্যান খুব কাছে অবস্থিত। আগুন লাগার সময় হোটেলের ঘরে বহু আবাসিক ছিলেন। অনেকেই তখন ঘুমাচ্ছিলেন। অগ্নিকান্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের বেশ কিছু ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আবাসিকদের নিরাপদে বের করে আনার চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। কয়েকটা রাজনাথ সিং জানিয়েছেন, ‘লখনউয়ের একটি হোটেলে আগুন লাগার মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরেছি। আমি স্থানীয় প্রশাসনের কাছে পরিস্থিতির খোঁজ নিয়েছি। ত্রাণ এবং উদ্ধার কাজ চলছে। আমার অফিস স্থানীয় প্রশাসনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছে। এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ঈশ্বরর কাছে’।
সিভিল হাসপাতালে এখনও পর্যন্ত সাত জন ভর্তি, দুই জন মারা গিয়েছেন বল জানিয়ছন সিভিল হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ড. আরপি সিং। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট সূর্যপাল গাঙ্গওয়ার বলেছেন বেশিরভাগ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে।
ল