গুজরাতঃ চুরি গেল ৪০০ বাড়ির ছাদ, দরজা আর জানালা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ টাকা বা সোনা নয়, চুরি গেল বাড়ির ছাদ আর দরজা জানালা। তবে একটা বা দুটো নয়। প্রায় ৪০০ টি বাড়ির এই হাল। চোরেরা গুজরাতের কচ্ছ এলাকার একটি কলোনির ৪০০টি বাড়ির ছাদ ও জানালা-দরজা রাতারাতি চুরি করে নিয়ে গেছে। পুলিশ এই ‘লার্জ স্কেল চুরির’ তদন্তে নেমেছে। জানা গেছে, ২০০১ সালে গুজরাতের কচ্ছ-এলাকায় এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছিলেন কয়েক হাজার মানুষ। পরে সরকারের তরফে কোটি কোটি টাকা খরচ করে সর্দার পটেলের নামে কলোনি তৈরি করা হয়। আর কলোনিতে নির্মিত বাড়িগুলি ভূমিকম্পে ধ্বংস হওয়া লোকদের দেওয়া হয়েছিল। কিন্তু, এই সমস্ত বাড়ির মানুষজন কাজের জন্য দীর্ঘদিন ঘরছাড়া। যার জেরে দীর্ঘদিন ধরে সর্দার প্যাটেল কলোনির ৪০০টি বাড়ি ফাঁকা পড়ে ছিল। এর সুযোগ নিয়ে চোরেরা এখান থেকে ঘরের জানালা, দরজা ও ছাদ চুরি করে নিয়ে যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad