দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, ছিটকে পড়া ৭ জনের উপর দিয়ে চলে গেল বাস

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মঙ্গলবার রাত ৮টায় রাজস্থানের আজমেঢ় জেলার সারওয়ারের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৪ বাইক আরোহীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের আজমেঢ় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘতে ফতেহগড় ক্রসিংয়ের কাছে। 
আজমের রোডে জয় ভৈরব পেট্রোল পাম্পের রাস্তার দু দিক থেকে আসা দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাইকের আরোহীরা ছিটকে পড়েন রাস্তায়। ঠিক তখন নাসিরাবাদের দিক থেকে আসা মধ্যপ্রদেশ রোডওয়েজের একটি বাস চাপা দিয়ে চলে যায় রাস্তায় পড়ে থাকা আরোহীদের। রোডওয়েজ বাসের ধাক্কায় দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি নিহত হন। এর মধ্যে রয়েছে চার বছরের একটি মেয়েও। গুরুতর জখম হয়েছেন আরও তিন। 
ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সরোয়ার থানার এসআই গুমান সিং ঘটনাস্থলে পৌঁছে আহতদের সারওয়ার হাসপাতালে নিয়ে যান। এরপর কেকরির অতিরিক্ত পুলিশ সুপার ঘনশ্যাম শর্মা, সারওয়ার সাব-ডিভিশনাল অফিসার সুভাষ চন্দ্র হেমানি, তহসিলদার রাম কল্যাণ মীনাও ঘটনাস্থলে পৌঁছে যান। মৃতরা হলেন ছপরীর বাসিন্দা জগদীশ ভীলের (২৫) ছেলে গণেশ, জোয়ারার বাসিন্দা পিরু লাল গুর্জরের স্ত্রী লক্ষ্মী, লালা রাম গুর্জরের ছেলে লক্ষ্মণ। এছাড়া, চার বছরের খুশি গুর্জর আজমেরের জেএলএন হাসপাতালে মারা যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad