উত্তরপ্রদেশঃ করোনা আক্রান্ত হয়ে কর্তব্যরত অবস্থায় মৃত ১২৫ জন পুলিশ কর্মীর আত্মীয়রা ক্ষতিপূরণ পাননি
8:49:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ উত্তরপ্রদেশে করোনা পরিস্থিতে যে ১৮০ জন পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে প্রায় ১২৫ জন পুলিশকর্মীর পরিবার এক বছর পরেও ক্ষতিপূরণ পাননি।। আর এই ক্ষতিপূরণ না পাওয়ার পিছনে রয়েছে বেশ কিছু কঠোর নিয়ম। আইন এই মৃত পুলিশ কর্মীদের ক্ষতিপূরণের জন্য যোগ্য বলে মনে করছে না। অন্যান্য রাজ্যের মতো, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশকর্মীরা কাজ করেছ গেছেন। ঙ্প্রতিকূল পরিস্থিতে কাজ করতে গিয়ে বহু পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হন। অনেকে সুস্থ হয়ে উঠলেও প্রাণ হারান ১৮০ জন পুলিশ কর্মী। আইন বলছে, করোনাকালে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো পুলিশ সদস্যদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। জানা গেছে, করোনার প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়ে প্রায় ৯০ জন পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার জন্য পরিবারের জন্য কিছু শর্ত রাখা হয়েছিল, যা পূরণ করা কঠিন। যেমন, যে পুলিশকর্মী মারা গিয়েছেন, তার মৃত্যু জিডি-তে লিপিবদ্ধ হয়েছে কি না? জিডিতে মৃতের রেকর্ড না করায় ক্ষতিপূরণ পেতে সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা। জানা গেছে, ক্ষতিপূরণ দাবি করে মৃত পুলিশকর্মীদের পরিবারের ৫০টিরও বেশি আবেদন সরকারি স্তরে বাতিল করা হয়েছে। একই সঙ্গে রাজ্য স্তরে এখনও বহু মামলা ঝুলে রয়েছে। রাজ্য ছাড়াও জেলা স্তরেও দেড় ডজনেরও বেশি মামলা ঝুলে রয়েছে।