পঞ্চায়েতে দুর্নীতি রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ রাজ্য সরকারের
7:23:00 PM
0
ভয়েস ৯, কলকাতাঃ পঞ্চায়েত স্তরে একশো দিনের কাজে ভূয়ো খরচের অভিযোগ ছিলই, এর উপর নানা ভাবে নানা দূর্নীতির অভিযোগ সরকারের নজরে আসায় নিয়মিত নজরদারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই নজরদারি চালানো হবে ডিভিশনাল কমিশনার, জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের মাধ্যমে। এই উদ্দেশ্যে ইতিমধ্যে চালু হয়েছে একটি পোর্টাল। এর মাধ্যমে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পাঞ্চায়েতের বিভিন্ন কাজ পরিদর্শন করে রিপোর্ট পেশ করবেন নজরদারি করার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
রাজ্যের পঞ্চায়েত সচিব পি উল্গানাথন শুক্রবার ডিভিশনাল কমিশনার ও জেলাশাসকদের চিঠি দিয়ে এই নজরদারি চালানোর বিষয়ে জানিয়েছেন। কোন পদ মর্যাদার আধিকারিককে কী কাজ করতে হবে চিঠিতে সেই পরিদর্শনের কাজ নিয়ে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রত্যেক ডিভিশনাল কমিশনারকে জেলা পরিষদে মাসে একবার গিয়ে কাজের অডিট করতে হবে। জেলা শাসকদের প্রতি মাসে একটি করে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন করতে হবে। পাশাপাশি মাসে তিনটে করে গ্রাম পঞ্চায়েতে গিয়ে কাজের হিসাব খতিয়ে দেখতে হবে প্রত্যেক বিডিওকে।