পুজোর পর কি এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ শুরু? বিকাশ ভবনে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ যারা যোগ্য, অথচ স্কুলে শিক্ষক পদে চাকরি পাননি, তাদের জন্য সৃষ্ট পদে কারা চাকরি পাবেন সে বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর ডাকা বৈঠকে। দুপুর তিনটে থেকে বিকাশ ভবনে এই বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকার কথা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের। অবিলম্বে তাদের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি তুলেছিলেন যোগ্য প্রার্থীরা। হয়তো সে ব্যাপারে জট খুলতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই, প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে ইতিমধ্যে অর্থ দফতরে ছাড়পত্র পেয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। দু'টি স্তরে নিয়োগের জন্য কত সংখ্যক শূন্য পদে রয়েছে, হাইকোর্টে তা ইতিমধ্যেই জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী। ্তবে, সেই বৈঠকের পর সকলের নিয়োগের নিশ্চয়তা দিতে পারেননি ব্রাত্য বসু। আশা করা হচ্ছে, এবারে ইতিবাচক ফল মিলতে পারে। তাহলে পুজোর পর এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad