Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

‘দুয়ারে সরকার’ ক্যাম্প শুরু হবে ১ লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর, 'দুয়ারে রেশন' নিয়ে সুপ্রীম কোর্টে যেতে পারে রাজ্য

নিজস্ব প্রতিনিধিঃ ‘দুয়ারে সরকার’ নিয়ে রাজ্য সরকার আজ এক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কালীপুজোর পর দুয়ারে সরকার বসবে। জানা গেছে, এবারে ১ লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ‘দুয়ারে সরকার’ক্যাম্প চলবে। এই ক্যাম্পে এসে এলাকাবাসীরা বিভিন্ন সামাজিক প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। মানুষ আবার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী—সমস্ত প্রকল্পে নিজেদের অন্তর্ভূক্ত করতে পারবেন। এবার ২৫ টি বিষয়ে পরিষেবা পাওয়া যাবে। আর ১ লা নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ‘পাড়ায় সমাধান’। জানা গেছে, খাদ্যসাথী, স্বাস্থসাথী, জাতি শংসাপত্র, তফসিলি বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, আধার কার্ড সংক্রান্ত কাজ, শিক্ষাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক একাউন্ট খোলা, মানবিক, কৃষক বন্ধু, জয় জোহার, কৃষি জমির মিউটেশন, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (এগ্রিকালচার), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড–সহ আরও কয়েকটি প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। উল্লেখ্য, একুশের নির্বাচনের আগে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়। 

অন্যদিকে 'দুয়ারে রেশন' প্রকল্পকে হাইকোর্ট বে-আইনি ঘোষণা করেছে। জানা গেছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারের কপি পাওয়ার পরেই সুপ্রিম কোর্টে আবেদন জানাবে রাজ্যের খাদ্য দফতর। রাজ্যের তরফে জানানো হতে পারে প্রায় 8 কোটি মানুষ দুয়ারে রেশনের ফলে সুবিধা পাচ্ছেন। প্রয়োজনে দুয়ারে রেশন এর নিয়মে কিছু পরিবর্তন বা সংশোধন করা হতে পারে। তবে 'দুয়ারে রেশন প্রকল্প' রাজ্য বন্ধ করতে চাইছে না, নবান্নের তরফে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের খাদ্য দফতরকে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad