দেওঘর বিমানবন্দরের এটিসি-তে জোর করে প্রবেশঃ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, মনোজ তিওয়ারি সহ ৯ জনের বিরুদ্ধে এফআইআর
10:37:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দেওঘর বিমানবন্দরের নিরাপত্তা ভঙ্গের অভিযোগে ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ নিশিকান্ত দুবে, তাঁর দুই ছেলে, সাংসদ মনোজ তিওয়ারি, দেওঘর বিমানবন্দরের ডিরেক্টর-সহ ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ঝাড়খণ্ড পুলিশ। তাঁদের সকলের বিরুদ্ধেই দেওঘর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কামরায় জোর করে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে। সিকিউরিটি ইন-চার্জ সুমন আনন্দের অভিযোগের ভিত্তিতে ১ সেপ্টেম্বর কুন্ডা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে উল্লিখিত ব্যক্তিরা এটিসি রুমে জোর করে প্রবেশ করে এবং সকলের উপরে চাপ সৃষ্টি করে জোর করে এটিসি ছাড়পত্র নেওয়ার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা), ৪৪৭ (অপরাধমূলক অনধিকার প্রবেশের জন্য শাস্তি), ৪৪৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। কুন্ডা পুলিশ স্টেশনের ইন-চার্জ প্রবীণ কুমার এই তথ্য জানিয়েছেন।
দুমকা ছাত্রী খুনের মামলায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চার্টার্ড বিমানে দেওঘরে পৌঁছেেছিলেন মনোজ তিওয়ারি, কপিল মিশ্র ও নিশিকান্ত দুবে। বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা নাগাদ ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু এমপির বিরুদ্ধে বিকেল সাড়ে ৫টায় জোর পূর্বক ছাড়পত্র নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার পরেই বিমানবন্দরের নিরাপত্তার কথা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন ওই অফিসার।