উত্তরপ্রদেশের একটি প্রাথমিক স্কুলের মিড-ডে মিলে নুন ভাত, সাসপেন্ড প্রধান শিক্ষিকা
2:05:00 PM
0
ভয়েস ৯, লখনৌঃ উত্তরপ্রদেশের অযোধ্যার একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলেতে দেওয়া হল ভাত ও নুন। আর ছাত্রদের সেই ভাত ও নুন খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার কয়েক ঘন্টা পরে জেলা অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট নীতীশ কুমার অযোধ্যার চৌরেবাজার এলাকার দিহওয়া পান্ডের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা একতা যাদবকে সাসপেন্ড করেছেন এবং গ্রামের প্রধানকে একটি নোটিশ পাঠিয়েছেন। ভাত ও নুনের এই ঘটনার কথা জানতে পেরে বেশ কয়েকজন অভিভাবক স্কুলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। এই ধরণের ঘটনা সামনে আসার পর শিক্ষা দফতরের আধিকারিকদের পুরো বিষয়টি তদন্ত করতে এবং সময়ে সময়ে আকস্মিক পরিদর্শন করতে বলা হয়েছে।
অযোধ্যার জেলাশাসক নীতীশ কুমার বলেন, 'ভিডিওটি দেখার পর আমরা সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছি। অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশও দিয়েছি। প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করে প্রধানের বিরুদ্ধে নোটিস পাঠানো হবে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে'।