Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

আজ ইকোপার্কে, কাল ভবানীপুরে, এরপর রাজ্যজুড়ে ৫০০ টি বিজয়া সম্মিলনী তৃণমূলের

শম্পা দত্ত, কলকাতাঃ আজ বিকাল সাড়ে তিনটেয় ইকোপার্কের মিস্টিকা ব্যাঙ্কোয়েটে বিজয়া সম্মিলনী দিয়ে শুরু হচ্ছে বিজয়া সম্মিলনীর প্রথম ধাপ। এরপর আগামিকাল ভবানীপুরে বিজয়া সম্মিলনীর পর শুরু হয়ে যাচ্ছে রাজ্য জুড়ে প্রায় ৫০০ টি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের ৭ টি অনুষ্ঠানে, কলকাতার ২ টি অনুষ্ঠানে, উত্তরবঙ্গের তিনটিতে উপস্থিত থাকতে পারেন।
রাজ্য তৃণমূল সূত্রে জানা গেছে, আজ ইকোপার্কের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা, মুখ্যসচিব হরে কৃষ্ণ দ্বিবেদী সহ অন্যান্য দপ্তরের সচিবরা। এছাড়া শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা সহ আরো বেশ কয়েকজন শিল্পপতির উপস্থিত থাকার কথা। থাকছেন অন্যান্য পেশার সঙ্গে যুক্ত বিদগ্ধজন। 
রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক বিজয়া সম্মিলনী করার বার্তা পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, কাজেই এই সম্মিলনীগুলিকে জন-সংযোগের কাজে লাগাতে চায় দল। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের জন-কল্যাণ-মূলক পরিষেবা ও কাজকর্মকে স্থানীয় মানুষজনের সামনে তুলে ধরার কথা বলা হয়েছে। 
জানা গেছে, মুখ্যমন্ত্রী ১৩ অক্টোবর পূর্ব মেদিনীপুরে চারটি, ১৪ অক্টোবর,মুর্শিদাবাদ জেলায় তিনটি, ১৫ অক্টোবর পশ্চিম মেদিনীপুরে ৪ টি বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন। ১৬ তারিখে তিনি কলকাতার ২ টি সম্মিলনীতে যোগ দিয়ে চলে যাবেন উত্তরবঙ্গে। ১৭ অক্টোবর বাগডোগরাতে সাংবাদিক বৈঠক করে ১৮ এবং ১৯ অক্টোবর কোচবিহারে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন তিনি। ২০ এবং ২১ অক্টোবর দার্জিলিংয়ে দু’টি জনসভা করে ২২ অক্টোবর শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে অংশ নেবেন।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad