রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে 'মারাত্মক পরিণতি' হবে বলে সতর্ক করল জি-৭

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ ইউক্রেনের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে 'মারাত্মক পরিণতি' হবে বলে রাশিয়াকে সতর্ক করল জি-৭। এছাড়া রাশিয়া যদি জৈবিক বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, তার ফল ভালো হবে না বলে জানানো হয়েছে। এই সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যোগ দেন। এই সম্মেলনে এক বিবৃতিতে বলা হয়, হয়, 'ইউক্রেন জুড়ে অসামরিক কাঠামো ও শহরগুলোর উপর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে যার ফলে বহু নিরীহ অসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এই রকম এক প্রেক্ষাপটে আমাদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং মনে করিয়ে দিই যে নিরীহ অসামরিক জনগণের উপর নির্বিচারে আক্রমণ একটি যুদ্ধাপরাধ।“ উল্লেখ্য, গ্রুপ অব সেভেনে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নও বৈঠকে অংশ নেয়। ২০১৪ সালে রাশিয়াকে গ্রুপ থেকে বহিষ্কার করা হয়।তখন এটি জি-৮ নামে পরিচিত ছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad