জাতীয় পশু হোক গোরু, আর্জি সুপ্রিম কোর্টে, খারিজ শীর্ষ আদালতের

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ বাঘকে নয়, জাতীয় পশু হোক গোরু। এই মর্মে কেন্দ্রের তরফে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল গোবংশ সেবা সদন নামের একটি এনজিও। উল্লেখ্য, এর আগে এলাহাবাদ হাইকোর্টে আনা হয়েছিল এরকম এক আর্জি। 

কিন্তু, সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কৌল এবং বিচারপতি অভয় এস ওকা এই আবেদনের শুনানি করতে চাননি। তারা আবেদনকারীর কাছে জানতে চান, এর ফলে কি মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে? আপনি কি মনে করেন, এটা কি আদালতের কাজ? এরপর মাননীয় বিচারপতিদ্বয় বলেন, এরকম কাজ কেন করেন যে আদালত আপনাকে জরিমানা করবে? 

আবেদনকারীর পক্ষে উপস্থিত আইনজীবী আদালতে বলেন, গোরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এরপর মামলায় জরিমানা আরোপ করা হতে পারে বলে ডিভিশন বেঞ্চের তরফে আবেদনকারীর আইনজীবীকে সতর্ক করা হয়। তারপরে তিনি আবেদনটি প্রত্যাহার করে নেন এবং বিষয়টি খারিজ হয়ে যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad