Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

সংঘাত কমাতে ইউক্রেন-রাশিয়া, দুই দেশকে আলোচনায় বসার প্রস্তাব ভারতের

অলোকেশ শ্রীবাস্তব, নতুন দিল্লিঃ কিয়েভের অসামরিক লক্ষ্যের উপর উপর্যুপরী মিজাইল আক্রমণকে বিশ্বের বহু দেশ ধিক্কার দিয়েছে। শু্ধু তাই নয়, মস্কোর এই নাছোড়বান্দা মনোভাবের ফলে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। প্রভাব পড়ছে বিশ্বের বহু দেশের অর্থনীতিতে। ভারত সহ বেশ কয়েকটি দেশে পেট্রোপণ্যের মূল্যও বাড়ার পথে। পুতিন যেভাবে ‘শেষ দেখে ছাড়া’ হুমকি দিচ্ছে্ন বা কিয়েভের বিরুদ্ধে আরও "কঠোর" প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, তাতে স্বাভাবিকভাবেই ‘পরমাণু আক্রম্ণ’এর কথাও উড়িয়ে দিচ্ছেন না সমর বিশেষজ্ঞরা। 
অনেকেই বলেছেন, উদ্দেশ্যপ্রনোদিত ভাবে অসামরিক লক্ষ্যকে বেছে নিচ্ছে মস্কো, নির্বিবাদে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ, তাতে উদ্বিগ্ন ভারত। ভারতের বিদেশ্মন্ত্রক এক বিবৃতি জারি করে বলেছে, যেভাবে সরকারি পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। 
আর যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তাতে চিন্তিত ভারত। ভারতের পক্ষ থেকে ওই দুই বিবদমান দেশকে আলচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিদেশমন্ত্রকের। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুতা করে কখনই দু'দেশের স্বার্থরক্ষা হবে না। তাই, কূটনৈতিক স্তরে আলোচনা করে সমস্যা মেটানোর আহ্বান জানানো হয় ভারতের তরফে। শুধু তাই নয়, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত কমাতে সবরকম প্রচেষ্টাকে ভারত স্বাগত ও সমর্থন জানাবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad