গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং টিএমসি বিধায়ক মানিক ভট্টাচার্য

ভয়েস ৯, কলকাতাঃ অবশেষে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং টিএমসি বিধায়ক মানিক ভট্টাচার্যকে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাতভর জিজ্ঞাসাবাদ করার পরে আজ তাকে গ্রেপ্তার করে। পলাশিপাড়ার এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে তদন্তকারী অফিসাররা। এসএসসি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তিনি। খোদ বাগ কমিটির রিপোর্টেও বিভিন্ন ক্ষেত্রে মানিক ভট্টাচার্যের ভূমিকা নিয়ে অভিযোগ করা হয়েছে।  আজ তাকে আদালতে হাজির করা হবে। 
 প্রাথমিক শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে গতকাল বিকেল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সুপ্রিম কোর্ট এর আগে তাকে সিবিআই যাতে তাকে গ্রেপ্তার না করে, সে ব্ ব্যাপারে সুরক্ষা দিয়েছিল। তবে তাকে এবার গ্রেফতার করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গ এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলার তদন্ত করছে এবং এর আগেও মানিক ভট্টাচার্যকে তলব করেছিল। এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের তৎকালীন শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি ও তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জিকেও গ্রেপ্তার করা হয়েছে।
মানিকবাবু  পালাশিপাড়ার একজন বিধায়ক, তিনি জুন মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন, কারণ রাজ্য সরকার পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগে অবৈধতার অভিযোগ রয়েছে। ২২ শে জুলাই ইডি তার আবাসিকে  তল্লাশি চালালেও, ৫ দিন পরে  তাকে জিজ্ঞাসাবাদ করে।
সিবিআই যখন নন-টিচিং স্টাফ (গ্রুপ সি ও ডি), সহকারী শিক্ষক (নবম-দ্বাদশ শ্রেণি) এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে, তখন ইডি অর্থ পাচারের দিকটি তদন্ত করছে। গত ২৬ এপ্রিল ও ১৮ মে তাঁকে জেরা করে সিবিআই। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad