Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

ইউক্রেনের রাজধানী কিয়েভে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ, আক্রমণ জ্বালানী কেন্দ্রগুলিতে

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ আজ সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। আজ সকাল ৮টার দিকে রাজধানীতে ৭-৮টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের আঞ্চলিক কর্তৃপক্ষও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। ক্রিমিয়া সেতুক্ষতিগ্রস্ত এই বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দোষারোপ করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। প্রায় ১০টি বিস্ফোরণের পর কিয়েভের ওপর থেকে ধোঁয়া উঠতে দেখা যায় বলে জানিয়েছে রয়টার্স। কিভ ইন্ডেপেন্ডেন্ট পত্রিকা জানাচ্ছে, রাশিয়া চেরনিভতসি, কিরোভোহরাদ ওব্লাস্টস, জাপোরিজহজিয়ায় জ্বালানি অবকাঠামোতে আঘাত হেনেছে। আজ সকালে রাশিয়ান বাহিনী জাপোরিজহজিয়ার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা চালায়, যার ফলে শহরটিতে বিদ্যুৎ বিভ্রাট ঘটে, জাপোরিজহজিয়ার ভারপ্রাপ্ত মেয়র আনাতোলি কুর্তিয়েভ বলেন। এর ফলে, বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয়।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad