বিয়েতে রসগোল্লা পরিবেশন না করা নিয়ে সংঘর্ষঃ মৃত ১, আহত ৫



ভয়েস ৯, নিউজ ডেস্কঃ
সামান্য কিছু রসগোল্লা, আর তাই নিয়ে প্রথমে বচসা, তারপর মারামারি আর শেষে তা থেকে মৃত্যু। আর এ ভাবেই উত্তরপ্রদেশের আগ্রায় একজনের মৃত্যু হলো। বুধবার রাতে উত্তরপ্রদেশের আগ্রার ইত্তমাদপুর এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এটা যেন ২০১৮ সালের আর একটি ঘটনার পুনরাবৃত্তি।
 ২০১৮ সালে, আগ্রার বিক্রমপুর এলাকায় একই রকম একটি ঘটনা ঘটেছিল। একটি বি্যের রিসেপশনে অতিথিরা প্লেট নিয়ে মারামারি করে, যার ফলে এক ব্যক্তির মৃত্যু হয় এবং আরও চারজন আহত হয়। এবারেও তাই ঘটল। জানা গিয়েছে, উসমানের মেয়েদের সঙ্গে বিনায়ক ভবনে বিয়ে হওয়ার কথা ছিল জাভেদ ও রশিদ নামে দুই ভাইয়ের। বিয়ের অনুষ্ঠানের পরে, যখন রাতের খাবার পরিবেশন করা হয়েছিল, তখন রসগোল্লা নিয়ে একটি বিতর্ক দেখা দেয়। 
কারণ, রসগোল্লা কম পড়েছিল। ফলে, শুরু হয়ে যায় তর্কাতর্কি। অল্প সময়ের মধ্যেই এটা একটা ভয়ঙ্কর মারামারির চেহারা ধারণ করে।  পাত্র ও পাত্রী পক্ষের অতিথিরা ছুরি বের করে একে অপরকে ছুরিকাঘাত করতে শুরু করে। এ ঘটনায় পাঁচজন আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ বছর বয়সী সানি নামে এক যুবকের মৃত্যু হয়। অন্যান্য আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 
এত্তমাদপুর সার্কেল অফিসার রবি কুমার গুপ্ত বলেন, "হামলায় গুরুতর আহত সানিকে প্রথমে কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয় এবং পরে আগ্রার সরোজিনী নাইডু মেডিকেল কলেজে রেফার করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad