অরুণাচল সেনা কপ্টার দুর্ঘটনা, এখনো সন্ধান মেলেনি পঞ্চম সেনার

ভয়েস ৯ নিউজ ডেস্কঃ শুক্রবার সন্ধ্যার মধ্যে অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় চারটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু অপর এক সেনার কোনো সন্ধান এখনো মেলে নি। তিনি এখনো জীবিত আছেন , কি নেই তাও পরিষ্কার নয়। তার সন্ধানে এখনো অনুসন্ধান জারি আছে। 
উল্লেখ্য, দুর্ঘটনার সময় ওই কপ্টারে ২ পাইলটসহ মোট পাঁচজন কর্মী ছিলেন। দুই পাইলটসহ চার সেনা সদস্য নিহত হয়েছেন বলে এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছিলেন। এদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হয়। পঞ্চম সেনা সদস্যের সন্ধানে তল্লাশি চলছে। জানা গেছে, জেলা সদর টুটিং থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মিগিংয়ের কাছে সিং-এ গতকাল সকাল ১০ টা ৪৩ মিনিটে এটি বিধ্বস্ত হয়। পঞ্চম সেনা সদস্যের সন্ধানে তল্লাশি চলছে। 
তেজপুর-ভিত্তিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমরিন্দর সিং ওয়ালিয়া বলেছেন, দুই পাইলট ছাড়াও, সেনাবাহিনীর অন্যান্য পদমর্যাদার তিনজন প্রযুক্তিবিদ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি দেশীয় এএলএইচ-ডব্লিউএসআই হেলিকপ্টারের পিছনের সিটে ছিলেন।
জানা গেছে, উড়ানের পক্ষে আবহাওয়া ভালোই ছিল।এছাড়া,পাইলটদের অ্যাডভান্স লাইট হেলিকপ্টারে (অস্ত্র সিস্টেম ইন্টিগ্রেটেড) ৬০০ টিরও বেশি যৌথ উড়ানের অভিজ্ঞতা ছিল। দুর্ঘটনার আগে, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) একটি 'মে ডে' কল পেয়েছিল। সেখানে টেকনিক্যাল ফল্টের ব্যাপারে সাহায্য চাওয়া হয়। ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত করার জন্য গঠিত হয়েছে একটি কমিটি। জানা গেছে, এই কপ্টারটি ২০১৫ সালের জুন মাসে কাজ শুরু করে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad