কলকাতার মোমিনপুর এলাকার হিংসার ঘটনাঃ পুলিশি তদন্তের ত্রুটিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ লক্ষ্মী পুজোর দিন কলকাতার মোমিনপুর এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছে, সেই মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। সেদিন হিংসার জেরে কলকাতার আইনশৃঙ্খলা রক্ষায় কী কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে হাইকোর্ট। 
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় কলকাতার খিদিরপুর-মোমিনপুর এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয় এবং এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অনেককে আটক করা হয়। 
জানা গেছে, সেদিন একবালপুর থানা ভাঙচুর করা হয়। ঘটনায় কলকাতা পুলিশের দুই ডিসি-সহ ৫ জন আহত হন। সেই ঘটনার জল এখন কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। এবার একবালপুরের ঘটনায় পুলিশি তদন্তের ত্রুটিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বোমাবাজির অভিযোগ উঠলেও কেন এনআইএ-এর ধারা মামলায় যুক্ত করা হয়নি? সেই প্রশ্ন করেন বিচারপতি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad