সদ্যোজাতের ধমনীতে ভরে দিতেন মৃত্যুঃ এই বেবি কিলারের বিরুদ্ধে সাত শিশুকে হত্যার বিচার শুরু আজ

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ সদ্যোজাত শিশুদের দেখার দায়িত্ব যে নার্সের, সেই নার্স শিশুদের ধমনীতে ইঞ্জেকশনের মাধ্যমে ভরে দিত মৃত্যু। আর এইভাবে এই ঘাতক নার্স ৫ নবজাতক ছেলে ও ২টি নবজাতক কন্যাকে হত্যা করে। এদের মধ্যে একটি শিশু দু বার বেঁচে যায়, কিন্তু, তৃতীয়বারের মতো চেষ্টা করে ওই নার্স সফল হয়। শুধু নবজাতক নয়, আরও ১০ জন নিরীহ মানুষকেও হত্যার চেষ্টা করেন তিনি। তাদের ভাগ্য ভালো ছিল, তাই বেঁচে যান।
ইংল্যান্ডের এই খুনি নার্স বেবি কিলার নামেই পরিচিত, এখন আদালতের আঙ্গিনায়। শুরু হয়েছে বিচার পর্ব। আর এই বেবি কিলারের বিরুদ্ধে সাত শিশুকে হত্যার অভিযোগ আনা হয়েছে। 
জানা গেছে, ৩২ বছর বয়সী লুসি লেটিবি হাসপাতালের নবজাতকের ওয়ার্ডের একজন নার্স ছিলেন। ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের জুন, প্রায় এক বছর ধরে তিনি খুনের এই ভয়ঙ্কর খেলা খেলেছিলেন। রাতের শিফটে কাজ করার পর লুসি লেটিবি ফেসবুকে শিশুদের বাবা-মা সম্পর্কে জানতে পারতেন। তারপর হাত দিতেন অপারেশনে। 
অভিযোগ, ইনসুলিন প্রয়োগ করে দুই শিশুকে খুন করে ওই নার্স। শুধু তাই নয়, কখনো শিশুকে বাতাস ভর্তি ইঞ্জেকশন দিয়েছেন, কখনো দুধ ভরে দিয়েছেন টিউবের মাধ্যমে। এর ফলে, ১৭ জন শিশু অসুস্থও হয়ে পড়েছিল। কিন্তু কেন এই মৃতু তৃষ্ণা? কেনই বা শিশুদের টার্গেট করতেন? সদ্যোজাতরা সফট টার্গেট, তাদের মৃত্যুকে অনেক সময় স্বাভাবিক ফেখানো যেত, তাই? প্রশ্নের উত্তর মেলেনি। 
আদালতে জানানো হয়, তিনি যে শিশুদের হত্যা করেছেন, তাদের মধ্যে একজন মাত্র ২৪ ঘণ্টা পৃথিবীতে ছিল। পরের দিন তিনি যমজ বোনদের আক্রমণ করেছিলেন, তবে তারা বেঁচে যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad