মধ্যপ্রদেশে বেআইনি বাজির গুদামে বিস্ফোরণ, হত ৪, আহত ৭

 


ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মধ্যপ্রদেশে এক বেআইনি বাজির গুদামে বিস্ফোরণে ৪ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। এদের মধ্যে ৩  জনের আঘাত গুরুতর। মৃতদের মধ্যে ২ জন শিশু, এক মহিলা ও একজন পুরুষ। বিস্ফোরণে বিধ্বস্ত বাড়িটির নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে পুলিশের আশঙ্কা।

জানা গেছে, বানমোর থানা এলাকায় বেআইনি বাজি কারখানায় আজ দুপুরে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিষ্ফোরণের তীব্রতা এতো বেশি ছিল যে গোটা ঘরটাই ধ্বংসস্তুপে পরিণত হয়। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে যায় কারখানার কর্মীরা। দমকল ও পুলিস এসে ৩ টি মৃতদেহ ও আহত ৭ জনকে উদ্ধার করে। পুলিশ জানায়, কারখানাটিতে বেআইনিভাবে নিষিদ্ধ বাজি রাখা ছিল। জানা গেছে,  গুদামটি একটি আবাসিক এলাকায় অবস্থিত।  গুদামে বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গেই বাড়িটিও ভেঙ্গে পড়ে। যে বাড়িতে বাজির গুদাম ছিল, সেখানে কিছু ভাড়াটেও থাকতেন। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের দল। 

উল্লেখ্য, ২০১৭ সালে মধ্যপ্রদেশের বালাঘাট জেলার ভাটান গ্রামে একটি বাজি কারখানায় আগুন লেগে ২৫ জন প্রাণ হারিয়েছিলেন। জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই কারখানায় বিকেল ৩টার দিকে আগুন লেগেছিল।  মৃতদের অধিকাংশই ছিলেন ওই কারখানায় কর্মরত শ্রমিক

ছবি সৌজন্যে এ এন আই

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad