বারাকপুরে বিষ্ফোরক তৈরির মশলা উদ্ধার, তদন্ত শুরু করল রাজ্য এসটিএফ


নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ উত্তর ২৪ পরগণা জেলা বারাকপুরের কেউটিয়া এলাকা থেকে রাজ্য এস টি এফ প্রায় ১০০ কেজি বিষ্ফোরক তৈরির মশলা উদ্ধার করেছিল, যার মধ্যে ছিল ৫০ কেজি পটাশিয়াম নাইট্রেট ও ৫০ কেজি আর্সেনিক সালফেট। হাতেনাতে গ্রেপ্তার হয়েছিল ৩ ব্যক্তি, কাঁকিনাড়ার বাসিন্দা নরেশ চৌধুরী, ভাটপাড়ার বাসিন্দা উমেশকুমার রায় এবং জগদ্দলের বাসিন্দা শংকর পাল। এখন, এ ব্যাপারে এস টি এফ তদন্ত শুরু করেছে। কোন পথে কারা এই বিষ্ফোরক তৈরির মশলা আমদানী করলো তা জানার চেষ্টা করছে গ্রেপ্তার হওয়া ৩ জনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করে।

জানা গেছে, যে পরিমান বিষ্ফোরক তৈরির মশলা উদ্ধার হয়েছে, তাতে বড় ধরণের নাশকতা চালানো যায়। এই মশলা নাশকতার জন্য আনা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে এস টি এফ।

অনেক সময় দেখস গেছে, বেআইনি বাজি কারখানাগুলোতেও বোমা তৈরি হচ্ছে। সূত্রে জানা গেছে, পুজোর সূযোগ নিয়ে বহু বেআইনি বাজি কারখানার মালিক এই ধরণের টোপ গিলে নয় প্রচুর অর্থের বিনিময়ে। 

প্রতীকি চিত্র

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad