সিলেবাস শেষ না হওয়ায় টেস্ট পরীক্ষার পর উচ্চ-মাধ্যমিক এর জন্য বিশেষ ক্লাস?

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ উচ্চ-মাধ্যমিকের অসম্পূর্ণ সিলেবাস শেষ করার জন্য কি বিশেষ ক্লাস নেওয়া হবে স্কুলে? এই প্রশ্নটাই এখন ঘুরছে শিক্ষক মহলে। শুক্ষকদের একটি অংশের দাবি, শিক্ষা দপ্তর স্কুলগুলিকে এ ব্যাপারে নির্দেশ দিক। কারণ, ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, পুজোর আগে মাত্র সাড়ে ৩ মাস ক্লাস তারা পেয়েছে। আর পুজোর ছুটি শেষ হলেই টেস্ট পরীক্ষা। অথচ, সিলেবাস এখনো শেষ হয়নি। যদি বহু স্কুল তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করার চেষ্টা করে, সময় বাচানোর জন্য, তাতে ক্ষতি হবে পরীক্ষার্থীদের, বিশেষ করে সায়েন্সের ছাত্র-ছাত্রীদের। তাই তাদের দাবি, স্কুলে ছুটি দীর্ঘায়িত না করে, ক্লাস শুরু করা হোক এবং টেস্টের পর বিশেষ ক্লাস নেওয়ার ব্যবস্থা হোক। জানা গেছে, বহু স্কুল গতকাল থেকেই খুলে গেছে। আবার, অনেক স্কুলে ছুটি চলছে। কলেজের ক্ষেত্রেও তাই হয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়ছেন। এ ব্যাপারে তারা স্কুলকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। অন্যদিকে, শিক্ষক মহলের একটা বড় অংশ চান, অবিলম্বে শিক্ষা দপ্তর উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে একটা সিদ্ধান্ত নিক।
২০২৩ সালের উচ্চ-মাধ্যমিক শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ থেকে, চলবে ২৭ মার্চ পর্যন্ত। ওই বছরের ১০ জুনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। 

উচ্চ-মাধ্যমিক পরীক্ষার দি্নক্ষণ পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে, চলবে ১.১৫ পর্যন্ত।

 ১৪ মার্চ মঙ্গলবার রয়েছে বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলগু, গুজরাতি ও পঞ্জাবি। ১৬ মার্চ বৃহস্পতিবার হবে বাংলা (বি), ইংরেজি (বি), হিন্দি (বি), নেপাবি (বি), অল্টারনেটিভ ইংরেজি। ১৭ মার্চ শুক্রবার রয়েছে সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা। ১৮ মার্চ শনিবার রয়েছে বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্স। ২০ মার্চ সোমবার রয়েছে অঙ্ক, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগরোনমি, ইতিহাস। ২১ মার্চ মঙ্গলবার রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, মিউজিক, ভিস্যুয়াল আর্টস। ২২ মার্চ বুধবার রয়েছে কমার্শিয়াল ল ও প্রিলিমিনারিজ অফ অডিটিং, দর্শন, সমাজবিজ্ঞান। ২৩ মার্চ বৃহস্পতিবার রয়েছে পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউনটেন্সি। ২৪ মার্চ শুক্রবার রয়েছে ইকোনমিক্স। ২৫ মার্চ শনিবার রয়েছে রসায়ন, জার্নালিজম ও মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক ও ফরাসি। ২৭ মার্চ সোমবার রয়েছে স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং ও ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad