অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল ভারতীয় সেনার কপ্টার, উদ্ধারকারী দল পাঠানো হয়েছে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ ভারতীয় সেনাবাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার টুটিং থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিঙ্গিং গ্রামের কাছে ভেঙ্গে পড়ে।এখনও পর্যন্ত, কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল সড়কপথে যুক্ত নয়। পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আপার সিয়াং-এর এসপি জুম্মার বাসর বলেন, "দুর্ঘটনার স্থানটি সড়ক দিয়ে সংযুক্ত নয়। একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং অন্যান্য সমস্ত বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে"। স্পিয়ার কর্পসের মতে, সকালে লিকাবালি থেকে উড্ডয়ন করা চপারটি সকাল ১০টা ৪৩ মিনিটে বিধ্বস্ত হয়। এর আগে গত ৫ অক্টোবর অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকার কাছে চিতা হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ভারতীয় সেনাবাহিনীর এক পাইলট। আসামের তেজপুরে জন-সংযওগ আধিকারিক (প্রতিরক্ষা) লেফটেন্যান্ট কর্নেল অমরিন্দর সিং ওয়ালিয়া বলেন, মিগিং-এ একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) বিধ্বস্ত হওয়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। জেলার একজন ঊর্ধ্বতন আধিকারিকও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad