লক্ষীর ভান্ডার প্রকল্পঃ নতুনদের সঙ্গে যারা আগে পাননি, তারাও আবেদন করতে পারেন ১ নভেম্বর থেকে


শম্পা দত্ত, কলকাতাঃ রাজ্য সরকারের আর এক জনহিতকর প্রকল্পে আবেদন করা যাবে নভেম্বরের প্রথম দিন থেকেই। উল্লেখ্য, ১ নভেম্বর থেকে যে দুয়ারে সরকার চালু হচ্ছে, সেখানেই আবেদন করা যাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। নাম নথিভূক্তের তারিখ ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। সকলেই জানেন, এই প্রকল্পে রাজ্য সরকার ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা (সাধারণ_ ও ১০০০ টাকা (তপশিলী জাতি ও উপজাতি) সাহাজ্য করেন। নবান্ন সূত্রে জানা গেছে, একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে নবান্নে। এই বৈঠকে ঠিক হয় নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১ নভেম্বর থেকে করা যাবে। শুধু নতুনরা নন, যারা আগে আবেদন করে পান নি, তারাও আবেদন করতে পারবেন। নবান্নের এই বৈঠকে রাজ্যের সমস্ত জেলাশাসক ও দুয়ারে সরকার কর্মসূচিরর সঙ্গে যুক্ত সমস্ত প্রশাসনিক আধিকারিকরাও ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন। এছাড়াও ছিলেন পুর কমিশনাররাও। দুয়ারে সরকারের আগাম কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তাঁদের থেকে চেয়ে নেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।
আবেদনের আগে মনে রাখবেন নীচের কথাগুলি
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে।
 আবেদনকারীর বয়স হতে হবে ২৫-৬০ বছরের মধ্যে। 
চাকুরীরতারা আবেদন করতে পারবেন না। 
অস্থায়ী কর্মীরা এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন। 
এসসি /এসটি বিভাগের সমস্ত পরিবার এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারেন।
 কমপক্ষে একজন কর প্রদানকারী সদস্য সহ সাধারণ শ্রেণীর পরিবারগুলি এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন না। 
২ হেক্টরের বেশি জমির সাধারণ শ্রেণীর পরিবার এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারে না। শুধুমাত্র পরিবারের মহিলা প্রধান এই প্রকল্পের আওতায় যোগ্য।
লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করা যাবে না। যারা আবেদন করতে চাইছেন তারা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফরম ফিলাপ করে জমা করতে পারবেন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad