নিখোঁজ নাবালক-নাবালিকাদের ঘরে ফিরিয়ে মানবিকতা ও পুলিশী-দায়িত্বের নজির গড়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ

ভয়েস ৯, নিউজ ডেস্ক, কলকাতাঃ প্রতিদিন কত কিশোর-কিশোরী হারিয়ে যাচ্ছে। কেউ স্বেচ্ছায়, কেউ বা কোন ফাঁদে পা দিয়ে, কাউকে বা বিক্রির উদ্দেশ্যে পাচার করে দেওয়া হচ্ছে ভিন রাজ্যে। এইরকম নিখোঁজের ঘটনা ঘটলে থানায় মিসিং ডায়েরি হয়, খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন, কিছুদিন তল্লাশি চলে, তারপর আবার যা কে তাই। এভাবেই হারিয়ে যায় কত মায়ের সন্তান। আর হারানো সন্তানের ফিরে আশায় জীবনের বাকি দিন কাটিয়ে দেয় নিখোঁজ হয়ে যাওয়া কিশোর-কিশোরীদের পরিবার-পরিজন। 
সম্প্রতি, আসা্নসোল-দুর্গাপুর পুলিশ এই রকম হারিয়ে যাওয়া কয়েকজন কিশোর-কিশোরীদের উদ্ধার করে তাদের বাবা-মায়ের হাতে তুলে দিয়ে মানবিকতা ও দায়িত্বের নজির গড়েছে। 
পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোল দক্ষিণ থানা হাওড়ার বাগনান চাইল্ড হোম থেকে উদ্ধার করেছে হারিয়ে যাওয়া এক কিশোরকে। রানিগঞ্জ থানা এলাকা থেকে আচমকাই হারিয়ে গিয়েছিল এক কিশোরী। কোথাও তার খোঁজ না পেয়ে পরিবারের লোক হাজির হয়েছিল রানিগঞ্জ থানায়। সেখানে, তারা একটি নিখোঁজ ডায়েরী করে (রানিগঞ্জ পিএস কেস নং ৫৬৪/২২ তারিখ ১৬.১০.২২)। এই ঘটনার তদন্তে নেমে রানিগঞ্জ পুলিশের একটি দল ছুটে যায় রাজস্থানের জয়পুর। সেখান থেকে উদ্ধার করা হয় সেই হারিয়ে যাওয়া নাবালিকাকে। 
এরপর জামুড়িয়া পুলিশের একটি দল গত সপ্তাহে এক নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করে। 
গত ১৬ অক্টোবর সকালে এনটিএস থানা এলাকায় একনাবালিকা আচমকাই তার বাড়ি থেকে হারিয়ে যায়। পুলিসকে জানা নো হয়। দিন কয়েকের মধ্যেই পুলিশ চুরুলিয়া শ্রীরাম কুলি বাউরিপাড়া থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে তার পিতামাতার হাতে তুলে দেয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad