প্যারোলে মুক্ত 'ধর্ষক' রাম রহিমের আশীর্বাদ নিতে বিজেপি নেতারা, আক্রমণ শানালেন মহুয়া

 


নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ ধর্ষণে অভিযুক্ত তিনি। সম্প্রতি তাকে ৪০ দিনের জন্য প্যারোল দেওয়া হয়েছে। এই নিয়ে তিনি তিনবার জেলের বাইরে। গত ১৪ অক্টোবর মনোহর লাল খট্টরের নেতৃত্বাধীন রাজ্য সরকার এই প্যারোল মঞ্জুর করে। তিনি হলেন রাম-রহিম। আর তার পরই ফেটে পড়ে বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীরা। 

প্যারোল মঞ্জুর করা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে  আক্রমণ করে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বুধবার প্রশ্ন করেন, বিজেপি কি জাতীয় 'ধর্ষক দিবস' ছুটি ঘোষণা করবে?

অন্যদিকে, কংগ্রেস নেতা উদিত রাজ বলেন, “আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করি - যারা বিজেপির পক্ষে নয় তাদের কেন প্যারোল দেওয়া হয় না?”

কিন্তু, এবার যে ঘটনা প্রকাশ্যে এল, তা নিয়ে রাজনৈতিক ময়দানে বেশ উত্তাপ ছড়িয়েছে। জানা গেছে, ধর্ষণে অভিযুক্ত গুরমিত রাম রহিম জেল থেকে প্যারোলে বেরিয়ে সৎসঙ্গ শুরু করেছেন। ১৮ অক্টোবর গুরমিত উত্তর প্রদেশের বাঘ পথ থেকে একটি ভার্চুয়াল সৎসঙ্গ আয়োজনকরেন। এই-কার্যক্রমে হরিয়ানা বিজেপির বড় বড় নেতারা হাজির ছিলেন। রাম রহিমের এই অনলাইন কার্যক্রমে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীও পৌঁছে গিয়েছিলেন বাবার আশীর্বাদ নিতে। উল্লেখ্য, ৫৫ বছর বয়সী এই ব্যক্তির উত্তরের কয়েকটি রাজ্যে, বিশেষ করে হরিয়ানায় ব্যাপক অনুগামী রয়েছে। ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে, হরিয়ানায় হিংসাত্মক বিক্ষোভ সংঘটিত হয় এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, কর্নালের বিজেপি মেয়র রেনুবালা গুপ্তা রাম রহিমকে 'পিতাজি' (বাবা) বলে সম্বোধন এই ভার্চুয়াল সৎসঙ্গ এ যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে রয়েছেন কর্নালের নগরনিগমের মেয়র রেনুবালা গুপ্তা, বিজেপি জেলা অধ্যক্ষ যোগেন্দ্র রানা,  ডেপুটি মেয়র নবীন কুমার এবং সিনিয়র ডেপুটি মেয়র রাজেশ কুমার। 
তাঁরা বলেন যে, "বাবা আপনার আশীর্বাদ আমাদের ওপর বজায় থাকুক। এর আগেও আপনি কর্নালে এসেছিলেন বং স্বচ্ছতার বার্তা দিয়েছিলেন। আর এ জন্যই কর্নেলের উন্নতি হয়েছে এবং চাইব আপনি এর পরেও কর্নালে আসুন এবং সবাইকে আশীর্বাদ করুন।" এর জবাবে রাম রহিম বলেন, "আপনাদের সবাইকে অনেক আশীর্বাদ। আপনারা সবাই দায়িত্ববান মানুষেরা দেশের মুখ উজ্জ্বল করুন এবং দেশকে এগিয়ে নিয়ে যান।" 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad