Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

চলে গেল জুম, উগ্রপন্থী ধরে, গুলি খেয়ে, সকলকে কাঁদিয়ে

তারক ঘোষঃ শেষপর্যন্ত চলে গেল জুম। কর্তব্যের এক জ্বলন্ত উদাহরণ মানুষের সামনে রেখে চলে গেল এই না-মানুষ। তার এই অকাল-মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় সেনা। স্যালুটে আর চোখের জলে আজ তাকে বিদায় জানালো সেনা বাহিনী। মিডিয়ার কল্যাণে, আজ সকলেই জানেন, জুম কে, কীভাবে সে নিজের জীবন বাজি রেখে ধরিয়ে দিয়েছিল দেশের ২ শত্রুকে। গুলি খেয়েও ছাড়েনি তাদের, শরীর থেকে বেরিয়ে আসা রক্তের বন্যা তাকে বিচলিত করেনি, ভাবেনি, এতে সে মারা যেতে পারে। জুম শুধু পালন করে গেছে, তার উপর যে নির্দেশ ছিল, সেটা পালন করতে। আজ, সেই মানুষ, যারা কর্তব্যের চেয়ে নিজের লাভ ও লোভের কথা ভাবে, তাদের সামনে জুম থাকবে চেতনা হয়ে।
আজ জুমের কথা লিখতে গিয়ে মনে পড়ে যাচ্ছে আর এক সারমেয় লাইকার কথা। বিজ্ঞান সাধনায় মানুষদের এগিয়ে দেওয়ার জন্য মহাকাশেই সে হারিয়ে গিয়েছিল। এবার চলে গেল জুম। অপারেশন করেও বাঁচানো গেল না তাকে, এটাই দুঃখ, আর আনন্দ এটা, না-মানুষ হয়েও সে ছিল এক এমন সেনা, যে গুলি খাবে, মরবে, কিন্তু কর্তব্যে থাকবে অবিচল। ভয়েস ৯ সম্মান জানায় এই অমর হয়ে যাওয়া না-মানুষ জুমকে।
জম্মুতে জুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করলেন সেনা আধিকারিকরা, জানালেন চির বিদায়। উল্লেখ্য, জুম ৯ ই অক্টোবর জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের ওপ তাংপাওয়াতে দুটি বন্দুকের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিল ৫৪ এএফভিএইচ (অ্যাডভান্স ফিল্ড ভেটেরিনারি হসপিটাল) এ। সেখানেই সে মারা যায়।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad