মহাকালেশ্বর মন্দির প্রস্তুত, আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী

অলোকেশ শ্রীবাস্তবঃ আর মাত্র কয়েক ঘন্টা। আর তারপর রাজ্যের রাজধানী ভোপাল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ৮৫৬ কোটি টাকার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির করিডোর উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। ইন্দোর থেকে প্রধানমন্ত্রী আসবেন হেলিকপ্টারযোগে সন্ধ্যায় তিনি নামবেন উজ্জয়িনীর হেলিপ্যাডে। প্রধানমন্ত্রী মোদী সন্ধ্যা ৫.২৫ মিনিটে মহাকলেশ্বর মন্দিরে পৌঁছে যাবেন এবং প্রায় ৩ ঘন্টা এখানে থাকবেন। মহাকাল লোক তিনি জাতির কাছে উত্সর্গ করবেন। প্রধানমন্ত্রী মোদী উজ্জয়িন থেকে রাত আটটার দিকে ইন্দোরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখান থেকে রাত নয়টার দিকে দিল্লি রওনা হবেন।
কার্তিক মেলা ময়দানে প্রধানমন্ত্রী মোদীর সমাবেশের জন্য একটি ৩২ বাই ৮০ ফুট মঞ্চ তৈরি করা হয়েছে এবং ৬০,০০০ লোকের বসার ব্যবস্থা করা হয়েছে। ভিভিআইপিদের জন্য সামনের সারিতে ২২ টি চেয়ার থাকছে। মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী শিবরাজ পাতিল, ৩ জন গভর্নর ও ২ জন কেন্দ্রিয় মন্ত্রী। উল্লেখ্য, মহাকাল করিডরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। মোদী এখন সেটিই উদ্বোধন করবেন। এরপর, মোদী কার্তিক মেলা ্ম্যদানে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। প্রসঙ্গতঃ, উজ্জয়িনীর হরি মহাকালেশ্বর ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। মহাকালেশ্বর মন্দিরের মহিমা বিভিন্ন পুরাণে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। কালিদাস থেকে শুরু করে সংস্কৃত কবিদের অনেকেই আবেগঘন ভাষায় এই মন্দিরের প্রশংসা করেছেন। রঘুবংসমের মহাকবি কালিদাস এই মন্দিরটিকে 'নিকেতন' হিসাবে বর্ণনা করেছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad