কালীপুজো ও ছটপুজোয় বাজির তান্ডব রুখতে হাইকোর্টের কড়া নির্দেশ

নিজস্ব প্রতিনিধিঃ শব্দদূষণ ও বায়ুদূষণ রোধ করার জন্য কলকাতা হাইকোর্ট আজ নির্দেশ দিয়েছে কালীপুজো ও ছটপুজোয় পরিবেশ বান্ধব বাজি বিক্রি করতে হবে। আর সে ব্যাপারে নজর রাখবে রাজ্য পুলিশের সঙ্গে দুই কেন্দ্রিয় প্রতিষ্ঠান। আদালতের নির্দেশ কার্যকর করা হল কি না, হাইকোর্টকে সেই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে পুলিশ কমিশনারের তরফে। রাজ্যের পুলিশের পাশাপাশি ন্যাশানাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অরগানাইজেশন-কেও রাজ্যের বাজি বাজারে নজরদারি চালাতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত বছর রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছিল, পরিবেশবান্ধব বা ‘সবুজ’ বাজি তৈরির পরিকাঠামো নেই রাজ্যে। আদালতের নির্দেশে সেই ধরনের বাজি তৈরি ও বিক্রির বিষয়টি মূলত তদারকি করবে কেন্দ্রীয় প্রতিষ্ঠান পেসো ও নিরি। সেই সঙ্গে বাজির বাজারেও নজরদারি চালাবে তারা। উল্লেখ্য, এ বছর দুর্গাপুজো ও লক্ষীপুজোতেও দেদারে ফেটেছে ‘গাছ বম’ এর মতো তীব্র শব্দবাজী। কিন্তু প্রশাসন নির্বিকার। বহু অসুস্থ মানুষ পুলিশকে ফোন করেও সাড়া পায়নি, এরকম অভিযোগও রয়েছে। কাজেই, শহর ও গ্রামের বৃদ্ধ ও ব্ররহা মানুষ ও অসুস্থ মানুষের দাবি, পুলিশ ও প্রশাসন যেন এই দিকটায় লক্ষ্য রাখে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad