আগামী সপ্তাহে কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১২ তম কিস্তি দিতে পারে সরকার


অলোকেশ শ্রীবাস্তব, নতুন দিল্লিঃ    আগামি সপ্তাহে কৃষকদের জন্য সুখবর। এটাকে দেওয়ালীর আগাম শুভেচ্ছাও বলা যেতে পারে। জানা গেছে, কেন্দ্রীয় সরকার আগামী সপ্তাহে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২,০০০ টাকার ১২ তম কিস্তি দিতে পারে। এর ফলে দেশের ১০ কোটি কৃষক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। সূত্র মারফত জানা গেছে,  খবর, আগামী ১৭ অক্টোবর কিস্তির টাকা ছাড়তে পারে সরকার।

দেশের প্রায় ১২ কোটি কৃষক পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সঙ্গে যুক্ত। প্রতি বছর  এই প্রকল্পের অধীনে বছরে তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত, সরকার কৃষকদের মধ্যে ১১ টি কিস্তি বিতরণ করেছে এবং ১২ তম কিস্তি আগামী সপ্তাহে বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে।

তবে কৃষকরা প্রায়শই অভিযোগ করছেন যে, কিস্তির অনলাইন স্থানান্তর সম্পর্কিত বেশ কয়েকটি প্রযুক্তিগত ত্রুটির কারণে এই টাকা তাদের কাছে পৌঁছায় না। তাদের জানানো হচ্ছে, এই  অর্থ যাতে তাদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য, কৃষকদের ই-কেওয়াইসি পূরণ করতে হবে। কিস্তিগুলি কৃষকদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad