Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

আমেরিকার নর্থ ক্যারোলিনায় বন্দুকধারীর গুলিতে পুলিশ আধিকারিক সহ নিহত ৫

ভয়েস ৯, নর্থ ক্যারোলিনাঃ আবার বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি, এবার নর্থ ক্যারোলিনায়। আমেরিকায় এই বন্দুকবাজদের বার বার হামলা নিয়ে অস্ত্র সংক্রান্ত আইনের বিষয়টা উঠে এসেছে। কিন্তু সদর্থক কিছু হয়নি। এবারে, এক শ্বেতাঙ্গ কিশোরের গুলিতে প্রাণ হারালেন ৫ জন। এদের মধ্যে রয়েছেন এক পুলিশ আধিকারিক, তিনি তখন অফ-ডিউটিতে ছিলেন বলে জানা গেছে। মেয়র মেরি-অ্যান বল্ডউইন বলেন, বৃহস্পতিবার একজন অফ-ডিউটি পুলিশ অফিসার সহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে, আহত হন আরো ২ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে বন্দুকবাজ এক শ্বেতাঙ্গ কিশোরকে। জানা গেছে, নিউস রিভার গ্রিনওয়েতে বা তার কাছে গুলি চালানো শুরু হয়। । প্রায় তিন ঘন্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করে। রালেহ পুলিশ লেফটেন্যান্ট জেসন বোর্ন জানান, গুলির কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় রাত ৯টা ৩৭ মিনিট নাগাদ বন্দুকধারীকে আটক করা হয়। আটক ব্যক্তি একজন শ্বেতাঙ্গ কিশোর পুরুষ বলে জানিয়েছে পুলিশ। তার হাতে ছিল একটি লম্বা ধরণের বন্দুক ছযেটা দু হাতেই চালানো যায়।
নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপার আগে বলেছিলেন, তিনি সিটি মেয়রের সঙ্গে কথা বলেছেন। আক্রমণকারীকে নিয়ন্ত্রণে আনার জন্য ও এলাকাবাসীদের জীবন রক্ষার্থে উপযুক্ত ব্যবস্থা নিন। পুলিশ জানিয়েছে, ম্যাককনেল অলিভার ড্রাইভ, তারহিল ক্লাব ড্রাইভ এবং ওল্ড মিলবার্নি রোড এলাকার বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি গাড়ি চালকদের ওই এলাকা এড়িয়ে চলার এবং ভিন্ন পথে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপার বলেছেন যে তিনি মেয়র বল্ডউইনের সাথে কথা বলেছেন এবং ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করছেন। স্থানীয় এক সাওংবাদ মাধ্যম জানাচ্ছে, এক সন্দেহভাজন কিশোরকে গ্যারেজে আটক রাখা হয়েছে। এলাকাবাসীরা যাতে রাস্তায় নেমে না পড়েন, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৮ সালে ফ্লোরিডার একটি উচ্চ বিদ্যালয়ে ১৭ জনকে গুলি করে হত্যা করেছিলেন নিকোলাস ক্রুজ। জুরিদের তরফ থেকে তাকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়াকে সমর্থন করা হয়। এর ঠিক পরেই, এই বন্দুকবাজী।

জানা গেছে, বন্দুকবাজেদের গুলিতে এ বছর (২০২২) আমেরিকায়   ৩৪,০০০ এরও বেশি লোক  মারা গেছেন। বন্দুকবাজী মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় সমস্যা। মেয়র বল্ডউইন সাংবাদিক সম্মেলনে বলেন, 
"আমাদের অবশ্যই আরও বেশি কিছু করতে হবে," 

তিনি বলেন, 'আমাদের অবশ্যই আমেরিকার এই বন্দুকবাজী বন্ধ করতে হবে। এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের অনেক কিছু করার আছে।' 



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad