ধ্বসে বিচ্ছিন্ন হল সিকিম-শিলিগুড়ি সড়ক যোগাযোগ, স্বাভাবিক হতে লাগবে ২৪ ঘন্টা

প্রতিকী ছবি
রায়া গুপ্তা, শিলিগুড়িঃ
প্রথমে লাগাতার বৃষ্টি আর তারপর ধ্বস আর তাতেই বেহাল সিকিম-শিলিগুড়ি রোড। প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্ব সিকিমের সিংতাম ও রংপোর মধ্যে ১৯ মাইল ও ২০ মাইল- এই দু'টি জায়গায় ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে দিয়েছে বিশাল বোল্ডার। সিংতাম থেকে গ্যাংটকের দিকে যাওয়ার রাস্তাটিও ৩২ মাইলে অবরুদ্ধ হয়ে পড়েছে বলে জানা গেছে। পুজোর ছুটিতে সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকরা এখন পড়েছেন মহা সমস্যায়। সিকিমের দিকে রাস্তায় সারি দিয়ে দাড়িয়ে আছে শিলিগুড়ি গামী গাড়ি। ইতিমধ্যে, রাস্তা মুক্ত করতে কাজে লাগানো হয়েছে সেনাকে। তবে, প্রশাসনের এক আধিকারিক বলেন, "ধ্বংসাবশেষ পরিষ্কার করতে এবং যান চলাচলের পথ পুনরায় চালু করতে পুরো এক দিন সময় লাগতে পারে। যারা শিলিগুড়ি ফিরছেন, তাদের পশ্চিমবঙ্গ সীমান্তে যাওয়ার জন্য সেন্ট্রাল পেন্ডাম বা পাকইয়ং হয়ে যাওয়া রাস্তাগুলি ব্যবহার করতে বলা হয়েছে।“

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad