Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

২ কোটি ৬৪ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৩২টি সোনার বারসহ ইমাম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে ৫৮ বিজিবি। এই সোনার আনুমানিক মূল্য ২ কোটি ৬৪ লাখ ৫’শ ৮৫ টাকা। শনিবার (২২ অক্টোবর) সকালে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইমাম হোসেন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে। 
৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোরের চৌগাছা এলাকা থেকে মোটরসাইকেলে সোনার বার ভারতে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থায় নেয় বিজিবি। পরে সন্দেহ হলে বিদ্যালয়ের সামনে থেকে ৩২টি সোনার বারসহ ইমাম হোসেনকে আটক করা হয়। 
তিনি আরও জানান, ইমাম হোসেন শুল্ক ফাঁকি দিয়ে এই সোনার বার আমাদানি করেছে। যার ওজন ৩ কেজি ৭’শ ১৯ গ্রাম। মহেশপুর সীমান্ত দিয়ে পাচার রোধের ব্যাপারে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad