৭ দফা দাবিতে রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন



বিশ্বজিৎ মন্ডল, ঢাকা : রাজশাহীতে ৭ দফা দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর ও জেলা কমিটি। শনিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। গণ অনশনে বক্তারা তাদের ৭ দফা দাবিসমূহ বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবি জানান। 

দাবিসমূহ হলো- ১। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, 

২। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, 
৩। দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, 
 ৪। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, 
৫। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, ৬। পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, 
 ৭। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন। 


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনীল কুমার সরকার। অনশনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি শরৎচন্দ্র সরকারসহ অন্যান্য নেত্রীবৃন্দ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad