কৃষ্ণনগরঃ “ইগো থাকলে বাড়িতে বসে যান, কাজ করার দরকার নেই।“ নেতা-বিধায়কদের হুঁশিয়ারি মমতার

মানস পাল, কৃষ্ণনগরঃ পঞ্চায়েত নির্বাচনের আগে ‘ঘর’ গোছানো যে খুবই প্রয়োজন, সেটাই আজ মুখ্যমন্ত্রী পরোক্ষে বুঝিয়ে দিলেন কৃষ্ণনগরের সভা থেকে। তিনি পরিষ্কার ভাষায় জানালেন, যে সমস্ত বিধায়ক নিজেদের মধ্যে ঝগড়া করবেন, দলে তাদের জায়গা হবে না। মন্ত্রীদেরও একই বার্তা মমতার। দেখা গেছে, সম্প্রতি রাজ্যের বেশ কিছু জায়গায় দলের মধ্যে কিছু তৃণমূল নেতার কাজিয়া প্রকাশ্যে এসে পড়েছে। ভাবমুর্তি ক্ষুণ্ণ হচ্ছে দলের। 
শুধু নীচু তলার নেতা নয়, কয়েকজন বিধায়কের মধ্যেও রয়েছে ‘ইগো’র লড়াই। আর সেদিকেই এবার দলনেত্রী মমতার বিশেষ নজর। তিনি সভায় জানালেন, 'বিধায়করা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। ঝগড়া করলে তৃণমূলে জায়গা নেই। যার ইগো থাকবে বাড়িতে বসে যান, কাজ করার দরকার নেই।‘ শুধু এটুকুতেই তিনি থামলেন না। জানালেন, ‘কলকাতার সঙ্গে কার যোগাযোগ, দেখার দরকার নেই। কে বড় হনু, আমি না মানুষ? মানুষ না থাকলে আমি জিরো।‘ 
পঞ্চায়েত ভোটের আগে দলের অভ্যন্তরকে যে সাফ করতে হবে, এই আলোচনা দলের মধ্য থেকেই এসেছিল। এর আগে অভিষেক ব্যানার্জীও বুঝিয়ে দিয়েছিলেন দুর্নীতিগ্রস্তদের পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হবে না। এদিনের এই সভায় দেখা গেল বিজেপি থেকে ফিরে আসা মমতার দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গী কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়। এছাড়া ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। ছিলেন নদিয়া জেলার তৃণমূল নেতৃত্ব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad