জগদ্ধাত্রী পূজার মহাষ্টমী উপলক্ষে মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যাএর নামে পুজো, সাধুদের ভোগ বিতরণে বিধায়ক তপন দাশগুপ্ত

আজ জগদ্ধাত্রী পূজার মহাষ্টমী। মেতে উঠেছে হুগলি জেলার চন্দনগর ও রিষড়া। জেলার অন্যান্য স্থানের মতো চুঁচুড়াতেও ছিল বিধায়ক তপন দাশগুপ্তের জগদ্ধাত্রী পুজোর আয়োজন। এই উপলক্ষে বেশ কিছু আয়োজন করেছিলেন তপনবাবু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মায়ের কাছে পুজো দিলেন তিনি। কামনা করলেন তাদের দীর্ঘজীবন ও সুস্থতা।
এদিন পুজোর অষ্টমী উপলক্ষে ছিল সাধুসেবার আয়োজনও। ৬০ জন সাধক ও অগণিত ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। প্রত্যেক বছরের মতো এ বছরও এই মহাযজ্ঞে সামিল হলেন চুঁচুড়াবাসীও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালির বিধায়িকা অসীমা পাত্র।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad